শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিদেশে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী ৪৯ কর্মীর পরিবারকে ১ কোটি ৬০ লাখ...

বিদেশে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী ৪৯ কর্মীর পরিবারকে ১ কোটি ৬০ লাখ টাকার অনুদান

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী ৪৯জন কর্মীর পরিবারকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত কর্মীদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সৌদিআরব, ওমান, কাতার, দুবাই, আবুধাবিতে মৃত্যুবরণকারী কর্মীদের মধ্যে চট্টগ্রাম জেলার ৪৯জনের পরিবারকে এ অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. জহিরুল আলম মজুমদার।

তিনি বাংলানিউজকে বলেন, মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের পরিবারকে মোট ১ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৮৮৯ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।  ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওমান সরকারের সহযোগিতায় এ অনুদান দেয়া হয়। এর মধ্যে আর্থিক অনুদান হিসেবে ১ কোটি ৩১ লাখ টাকার ৪৮টি চেক রয়েছে। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে ওমান সরকার দিয়েছে ৩৯ লাখ ৩৫ হাজার ৮৮৯ টাকার একটি চেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আরও উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ