সোমবার, মে ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেট্রোপলিটন চেম্বারের ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি

মেট্রোপলিটন চেম্বারের ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন বলেছেন, ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশকে কার্যকর করার পাশাপাশি ট্রাক সেল, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করাসহ বাস্তবভিত্তিক নানা উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। চাল, ছোলা, চিনি, ভোজ্যতেল, ডালসহ প্রায় সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।’
রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে নিম্নআয়ের জনগণের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ কথা বলেন।
আগ্রাবাদে সিএমসিআই কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে মেট্রোপলিটন চেম্বার যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ভর্তুকি মূল্যে চাল, চিনি ও সয়াবিন বিক্রির কার্যক্রম সরকারের গণমুখী কর্মকাণ্ডের সহায়ক। এর ফলে রোজাদারদের বিশেষ করে নিম্নআয়ের জনসাধারণের কষ্ট কিছুটা হলেও কমবে।’
সমাজের বিত্তবানদের ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির মতো জনহিতকর কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সিএমসিসিআই’র পরিচালক আমিনুজ্জামান ভূঁইয়া, মো. শফি সিআইপি, মো. আব্দুস ছালাম, মো. নুরুল আবছার, সদস্য তমিজউদ্দিন খান প্রমুখ।
খলিলুর রহমান বলেন, ‘সিএমসিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকে রমজান মাসে ভর্তুকিমূল্যে নিম্নআয়ের জনগণের জন্য অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
তিনি জানান, সিএমসিসিআই পুরো রমজান মাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিকেজি আতপ চাল ২০ টাকা, এস আলম’র পরিশোধিত চিনি ৪০ টাকা এবং মুসকান ব্রান্ডের সয়াবিন ২ লিটার ২৪৫ টাকায় বিক্রি করবে।

আরও পড়ুন

সর্বশেষ