সোমবার, মে ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার মিরসরাই ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।

ধাওয়া পাল্টা ধাওয়ার জের ধরে ছাত্রলীগের একটি পক্ষ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রানা-এমরান সমর্থিত মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান অভিযোগ করেন, তুচ্ছ বিষয় নিয়ে  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: শহীদের সঙ্গে ইয়ার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শিমুলের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় তুহিন-মিল্টন গ্রুপের রুবেল, শামীম, জহির, লিটন, সুমন, আরিফ, রাজিবসহ ২০/২৫ জনের একটি দল শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

মিরসরাই পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ সংগ্রাম জানান, প্রতিপক্ষ ছাত্রলীগের কর্মীরা এসে আমাদের সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। তারা আওয়ামী লীগ অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।।

 তুহিন-মিল্টন সমর্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম মিল্টন জানান, কলেজ শিক্ষার্থী শহীদকে একা পেয়ে প্রতিপক্ষ গ্রুপের মেহেদী, পারভেজ, রিফাত, সালা উদ্দিন, বিল্পব মারধর করে। বিষয়টি সমাধানের জন্য আওয়ামী লীগ অফিসের কার্যালয়ে গেলে তালাবদ্ধ পাওয়া যায়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ছাত্রলীগ নামধারী কিছু দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ অফিসে ঢুকে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে পুলিশে খবর দেই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ