শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ আইনের সঠিক বাস্তবায়নে সকলকে আন্তরিক...

শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ আইনের সঠিক বাস্তবায়নে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে -মেজবাহ উদ্দিন

PAPER NEWS OF DC ADVOCACY MEETING ON PHP Iশিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ আইনের সঠিক বাস্তবায়নে বাস্তবায়নে শিক্ষক অভিভাবক সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে  । আজ ২ জুন চট্টগ্রামের জেলা প্রশাসকের সভা কক্ষে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের সহায়তায় মমতা কর্তৃক বাস্তবায়িত শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে শিশুদের সুরক্ষা প্রকল্পের উদ্যোগে আয়োজিত “ শারীরিক ও অবমাননাকর শাস্তি বন্ধে প্রাথমিক শিক্ষা , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম সিটি করপোরেশানের শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং এসএমসি/ প্রধান শিক্ষকদের অবহিতকরণ ” বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক -মেজবাহ উদ্দিন একথা বলেন ।সভার শুরুতে সভার শুরুতে সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের চাইল্ড প্রটেকশানের সিনিয়র ম্যানেজার ফিরোজুল ইসলাম মিলন শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে উদ্যোগ গ্রহণের প্রেক্ষিত সম্পর্কে আলোকপাত করেন । এর পর পিপিএইচপি প্রকল্প ব্যবস্থাপক কামরুন নাহার পারভীন  প্রকল্পের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন ।এবং সেই সাথে মমতা কর্তৃক পরিচালিত প্রকল্প আওতাধীন ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে  ফোকাস গ্রুপ ডিসকাশানের রিপোর্ট উপস্থাপন করেন ।রিপোর্টে বলা হয় ৮৩% শিক্ষা প্রতিষ্ঠানেই পড়া না পারা, কথা বলা, দুষ্টমি করা, অনুপস্থিত থাকা, ইত্যাদি বিভিন্ন কারনে শিক্ষার্থীদের বিভিন্ন শারিরীক ও মানসিক শাস্তি যেমন: কানে ধরে উঠাবসা, বেত্রাঘাত,থাপ্পড়, বকা দেয়া, তুই করে কথা বলা,অবহেলা, বৈষম্য ইত্যাদি দেয়া হয় আর মাত্র ১৭% শিক্ষা প্রতিষ্ঠান অধরণের আচরণ ব্যবস্থাপনা থেকে মুক্ত ।এছাড়া ও ৫৬% শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত  স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে । অন্যদিকে ৪৪% শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই ।৬৭% শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে । বাকি ৩৩% প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার তেমন কোন ব্যবস্থা নেই ।৭৮% শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক ও সৃজনশীল কর্মকান্ড যেমন: ছবি আঁকা, রচনা প্রতিযোগীতা, আবৃত্তি, গানের প্রতিযোগীতা ইত্যাদির ব্যবস্থা আছে । বাকি ২২% শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোন সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহনের সুযোগ নেই ।এরপর বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও ব্লাস্টের প্রোগ্রাম ম্যানেজার, শিহাব আহমেদ সিরাজী শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে মহামান্য হাইকোর্টের রায় ও বিদ্যমান আইনী কাঠামো সম্পর্কে উপস্থাপন করেন ।তারপর মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় ।এতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ,চট্টগ্রাম সিটি করপোরেশান ,প্রকল্প আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রাদষ্ঠানের সভাপতি/ শিক্ষক প্রতিনিধি মমতা ম্যানেজমেন্ট এর প্রতিনিধি সহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন । মমতার পরিচালক সমন্বয় সপ্না তালুকদারের সঞ্চালনায় এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতা উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক ।

আরও পড়ুন

সর্বশেষ