শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগরীতে নম্বরবিহীন অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা

নগরীতে নম্বরবিহীন অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা

নম্বরবিহীন অবৈধ সিএনজিচালিত অটোরিকশা উচ্ছেদে বুধবার থেকে মাঠে নামছে পুলিশ। রাস্তায় নিবন্ধনবিহীন অটোরিকশা পেলেই তাৎক্ষণিকভাবে পুলিশ সেগুলো জব্দ কর‍ার সিদ্ধান্ত নিয়েছে। নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান  বলেন, প্রায় চার হাজার নম্বরবিহীন অটোরিকশা নগরীতে চলাচল করছে। মালিক ও চালকদের এসব অটোরিকশা রাস্তায় না নামানোর নির্দেশ দেয়া হয়েছে। এরপরও নামালে আটক করা হবে। চালক-মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করার জন্য গত বৃহস্পতিবার (২১মে) নির্দেশ দেন হাইকোর্ট।

চট্টগ্রাম অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ২০১৩ সালের নভেম্বর মাসে এই রিট আবেদন করেন। তখন হাইকোর্ট এক নির্দেশনায় এসব অটোরিকশা চলাচলে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পূর্ণাঙ্গ শুনানির পর হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালতের আদেশ হাতে আসার পরই নগর পুলিশ সেগুলোর বিরুদ্ধে অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে উপ পুলিশ কমিশনার মাসুদ উল হাসান জানান।  নগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, নগরীতে বৈধভাবে প্রায় ১৩ হাজার অটোরিকশা চলাচল করছে। এর বাইরে ‘এএফআর’, ‘চট্ট মেট্রো-গ-১২’ লেখা নম্বরপ্লেট নিয়ে চলছে আরও প্রায় চার হাজার অটোরিকশা। মঙ্গলবারও নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নিবন্ধনবিহীন অটোরিকশা চলতে দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ