শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখালেদা জিয়ার গাড়িতে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন মনজুর আলম

খালেদা জিয়ার গাড়িতে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন মনজুর আলম

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী এম মনজুর আলম। মঙ্গলবার নগরীর বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, ম্যাডামের গাড়িতে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। যেখানে ম্যাডাম নিরাপদ নয়, সেখানে আমি কিভাবে নিরাপদ থাকি। সাধারণ মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, নগরবাসী চায় শান্তিতে বসবাস করতে। তাই সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হবো।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় নগরীর কাজির দেউড়ি ২ নম্বর গলি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মনজুর আলম। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কাজির দেউড়ি থেকে শুরু করে মনজুর আলম নেতা-কর্মীদের নিয়ে দুই নম্বর গলি দিয়ে পায়ে হেটে গণসংযোগ করে ব্যাটারি গলির সামনে দামপাড়া সড়কে প্রচারণা চালান। সেখান থেকে নেতা-কর্মীদের নিয়ে পিকআপ ভ্যানে চড়ে প্রচারণায় অংশ নেন। নির্বাচনী প্রচারণার গাড়িটি নগরীর মেহেদীবাগ, গোলপাহাড়, জিইসি, নাছিরাবাদ, প্রবর্তক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সামনে দিযে চকবাজার গিয়ে থামে। সেখানে অনুষ্ঠিত সথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মনজুর আলম বলেন, ২০১০ সালের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, তখন আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন তা আমি আমানত হিসেবে নিয়ে যথাযথভাবে পালন করেছি। তবে সব কাজ করতে পারিনি। কিছু কাজ বাকি আছে। অসমাপ্ত কাজ শেষ করতে আপনারা আমাকে আরেকটিবার সুযোগ দেবেন। যাতে আপনাদের খেদমত করতে পারি।

আরও পড়ুন

সর্বশেষ