সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়৫০ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে : কাজী রকিবউদ্দীন

৫০ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে : কাজী রকিবউদ্দীন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দশম সংসদ নির্বাচনের জন্য ২০০৮ সালের ৫০টি আসনের সীমানার পরিবর্তন আনা হয়েছে। সীমানার আসন বিন্যাসের গেজেট আজই পাঠানো হবে।

আজ বুধবার দুপুরে শেরে বাংলা নগর নির্বাচন কমিশন সচিবলায়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রকিবউদ্দীন বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা, প্রশাসনিক কাঠামো ও জনসংখ্যা এই তিনটি বিষয় বিবেচনা করে সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণের জন্য কমিশনে সাত দিন ধরে শুনানি হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন এসে পক্ষে-বিপক্ষে যুক্তি উপাস্থাপন করে। সবার যুক্তিতর্কের ভিত্তিতেই এই সীমানা নির্ধারণ করেছে কমিশন।’

তিনি আরও বলেন, ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) সংশোধনী কমিশন থেকে চূড়ান্ত করা, এখন তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

কিশোরগঞ্জ-৪ উপ নির্বাচনে ভোট গ্রহণের ব্যাপারে সিইসি বলেন, ‘আজ (বুধবার) কিশোরগঞ্জে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন প্রর্যন্ত কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আশা করি শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

আরও পড়ুন

সর্বশেষ