রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখালেদার ক্ষমতার লোভের আগুনে পুড়ছে দেশের গণতন্ত্র

খালেদার ক্ষমতার লোভের আগুনে পুড়ছে দেশের গণতন্ত্র

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষমতার লোভের আগুনে দেশের গণতন্ত্র পুড়ছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফ। বিএনপি-জামায়াতের চলমান সহিংসতার বিরুদ্ধে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণে নগরীতে মোটর শোভাযাত্রা শেষে পথসভায় তিনি এ মন্তব্য করেন। লতিফ বলেন, ‘নিরীহ মানুষ পুড়িয়ে, পরিবহন শ্রমিকদের কয়লা বানিয়ে, শিশুদের গায়ে বোমা মেরে খালেদা জিয়া দেশে কোন গণতন্ত্র  প্রতিষ্ঠিত করতে চান। গণতন্ত্রের নামে গণহত্যা চালাচ্ছে খালেদা জিয়া। যারা ক্ষুধাতুর মানুষকে বোমা মারে, লক্ষ-লক্ষ শিক্ষার্থীর শিক্ষা-জীবনে গুরুত্বপূর্ণ এসএসসি এবং সমমানের পরীক্ষায় সময়ে হরতাল ডাকে তারা আর যাই হোক জাতির উন্নতি চায় না।”

তিনি আরো বলেন, ‘খালেদা আন্ডার ম্যাট্রিক হওয়ায় গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেন আমাদের নিষ্পাপ ছাত্র-ছাত্রীরা অন্ধ ক্ষমতার রাজনীতির বলি হবে? পেট্রোল বোমায় পিতা-মাতা হারানো শিশুদের দায়িত্ব কি খালেদা জিয়া নিবেন? নাকি বরাবরের মতোই টিভিতে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে অফিসের এসি রুমে বসে থাকবেন। ’

শোভাযাত্রা নগরীর আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, জিইসি,  মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, প্রেস ক্লাব, আন্দরকিল্লা, লালদিঘীর পাড়, নিউমার্কেট, মাঝিরঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম এ লতিফ এমপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।  শোভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সফর আলী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য দেবাশীষ পাল দেবু, লবণ শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, শ্রমিক নেতা শফি বাঙালী, বঙ্গবন্ধু পরিষদ বন্দর শাখার সম্পাদক সৈয়দ আহমেদ বাদল, ছাত্রনেতা নায়েবুল ইসলাম ফটিক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ