সোমবার, মে ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে নয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার সকালে আবার চালু হয়েছে। উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় সহাস্্রাধিক যানবাহন আটকে রয়েছে। কুয়াশায় দিক হারিয়ে মাঝনদীতে সারারাত যাত্রীসহ যানবাহন বোঝাই করা চারটি ফেরি নোঙর অবস্থায় থাকে।এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট প্রান্তে আটকেপড়া যানবাহনে হাজার হাজার যাত্রী তীব্র শৈত প্রবাহের মধ্যে চরম ভোগান্তিতে পড়েন।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আরিচা এরিয়া অফিসের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঘনকুয়াশার কারণে দেশের বৃহত্তর ফেরি সার্ভিস পাটুরিয়া-দৌলতদিয়া সার্ভিস শনিবার দিবাগত রাত ১০টা থেকে বন্ধ হয়ে যায়। কুয়াশার মাত্রা এতোটায় বেশী ছিল যে  অল্পমাত্রার দুরত্বের কোন বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকাল সাতটা পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকে। এর পর কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।ফেরি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মাত্রারিক্ত কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে রো-রো শাহ জালাল, এনায়েতপুরী, খান জাহান আলী ও কে-টাইপ কপোতী নামের ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এদিকে কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে ৯টি ও দৌলতদিয়া ঘাটে ১টি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়।রোববার সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।ফেরি কর্তৃপক্ষ জানায়, আটকেপড়া যানবাহনের মধ্যে যাত্রীবাহী নৈশ্য কোচ গুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ