শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআমরা ধর্মপরায়ণ ধর্মান্ধে বিশ্বাসী নই : শিল্পমন্ত্রী

আমরা ধর্মপরায়ণ ধর্মান্ধে বিশ্বাসী নই : শিল্পমন্ত্রী

বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ উল্লেখ করে ধর্মান্ধ না হওয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন,‘আমরা ধর্মপরায়ণ। ধর্মান্ধে বিশ্বাসী নই।  কারণ ধর্মান্ধতা বিপদ ডেকে আনে।’ বুধবার দুপুরে চট্টগ্রাম ড্রাইডকে দুইটি কনটেইনার জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,‘আমরা সব ধর্মে শ্রদ্ধাশীল। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। মহানবী(সা.) বিদায় হজের ভাষনে সে কথা বলেছিলেন।’

শিল্পমন্ত্রী বলেন,‘বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। ধর্ম পবিত্র আমানত। ধর্ম কখনো রাজনীতি ও অর্থনীতির বন্ধন হতে পারে না। ধর্মান্ধতার দিকে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’ শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আরও পড়ুন

সর্বশেষ