বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত, আটক ১

বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত, আটক ১

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা দ্বিতীয় দফার ২৪ ঘণ্টা হরতালের শুরুতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এছাড়া শেরপুর রোড ঠনঠনিয়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার নন্দীগ্রাম থেকে আমজাদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সোয়া ১০টার দিকে শেরপুর রোড ঠনঠনিয়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এ সময় তারা পিকেটিংয়ের চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সকাল পৌনে ৯টার দিকে চারমাথা গোদারপাড়া এলাকায়  বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা। এদিকে, হরতালের কারণে বেলা ১১টা পর্যন্ত শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যান। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালের কারণে সকালেই মাঠে দেখা যায় বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, সাবেক শিবির নেতা শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, সাইফুল ইসলাম, হোসাইন মোহাম্মদ মানিক, শিবির নেতা শফিকুল ইসলাম শফিক, সাব্বির শাহরিয়ার শুভ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায়  জানান, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছ

আরও পড়ুন

সর্বশেষ