সোমবার, মে ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়মদীনায় মহানবীর রওজা শরীফ সরিয়ে নেয়া সংক্রান্ত রিপোর্ট গুজব

মদীনায় মহানবীর রওজা শরীফ সরিয়ে নেয়া সংক্রান্ত রিপোর্ট গুজব

মদীনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা শরীফ সরিয়ে নেয়া সংক্রান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সির মিডিয়া বিভাগের মুখপাত্র আহমেদ আল মুনসুরি বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজের নিন্দা জানান এবং তা প্রত্যাখান করেন। তিনি বলেন, মদীনা থেকে মহানবীর (স.) রওজা সরিয়ে ফেলার ব্যাপারে একজন গবেষক তার মতামত তুলে ধরেছেন। তবে এটা সৌদি সরকারের সিদ্ধান্ত নয়। পবিত্র এই স্থান সম্পর্কে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে মিডিয়ার প্রতি আহ্বান জানান মুনসুরি।

এজাতীয় খবর প্রকাশকারি হিসাবে ব্রিটিশ দৈনিক পত্রিকাটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার ব্যাপারেও আলোচনা চলছে বলেও জানান তিনি। সম্প্রতি মহানবী (স.) এর রওজা শরিফ অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে শিরোনামে একটি ব্রিটিশ দৈনিক খবর প্রকাশ করে। আর এই খবর প্রকাশের পর মুসলিম বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। আর তারই পরিপ্রেক্ষিত এই বিবৃতি দেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিভাগ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ