শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগযুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইমপ্যাক্ট প্রকল্প-২ এর কার্যক্রম শুরু

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইমপ্যাক্ট প্রকল্প-২ এর কার্যক্রম শুরু

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইমপ্যাক্ট প্রকল্প-২ এর কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদে দেশের ৬১টি জেলার ৬২টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইমপ্যাক্ট প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে গরুর গোবর, মুরগীর বিষ্টা ইত্যাদি বায়োগ্যাস প্লান্টে ব্যবহার করে বিকল্প জ্বালানী হিসেবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা।    প্রকল্পটির মাধ্যমে প্রকল্প এলাকার প্রতি উপজেলায় বছরে ১০০টি হিসেবে ৬২টি উপজেলায় ৫ বছরে ৩১০০০টি বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় প্রকল্প এলাকায় পোল্ট্রি ফার্ম/গবাদিপশু ফার্ম স্থাপন পূর্বক বায়োগ্যাস প্লান্ট স্থাপনে যুবদের উৎসাহিত করারও কর্মসূচী রয়েছে। এতে করে প্রকল্প এলাকায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে মানুষের বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণ হবে।

সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে ইমপ্যাক্ট প্রকল্পের “প্রকল্প বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় ও প্রকল্প ব্যবস্থাপনা” প্রশিক্ষণ কোর্স ও  প্রকল্পের কার্যক্রম আজ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহ্সান রাসেল, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান ও যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন ইমপ্যাক্ট প্রকল্পের ৬২টি উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আরও পড়ুন

সর্বশেষ