মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিফখরুল, মওদুদ, নোমান, আব্বাসসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

ফখরুল, মওদুদ, নোমান, আব্বাসসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

রাজধানীর বেইলি রোডে গাড়ি ভাংচুর, পুলিশ ও মানুষ হত্যার অভিযোগে দায়ের হওয়ায় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান দণ্ডবিধি আইনে দায়ের করা মামলার চার্জশিটটি গ্রহণ করেছেন। একই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোরও নির্দেশ দিয়েছেন তিনি। গত ৫ আগস্ট ঢাকার সিএমএম আদালতে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক দীপক কুমার দাস দণ্ডবিধি আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছেন।

চার্জশিটের উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। গত বছরের ২ মার্চ বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল।

বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি মগবাজার যাওয়ার পথে বেইলী রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করেন বলেও ‍মামলার অভিযোগে বলা হয়।

এ ঘটনায় রমনা থানার উপ পরিদর্শক মো. আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৩৭জনকে আসামি করে রমনা থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ