মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিএল কে সিদ্দিকীর জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

এল কে সিদ্দিকীর জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী, ডেপুটি স্পিকার ও বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এল কে সিদ্দিকীর দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ জামে মসজিদের সিনিয়র ইমাম। এর আগে  রোববার সকাল ৮টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদাসহ বিভিন্ন রাজনৈতক দলের নেতারা উপস্থিত ছিলেন । এল কে সিদ্দিকী গত গত ১ আগস্ট শুক্রবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য। তাছাড়া এল কে সিদ্দিকী ১৯৯২ সাল থেকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি ও জাতীয়তাবাদী পেশাজীবী সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী ছিলেন।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ২৮ জুলাই রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এল কে সিদ্দিকী দীর্ঘদিন ধরে ফুসফুসসংক্রান্ত রোগে ভুগছিলেন। সীতাকুণ্ড আসন থেকে তিনি পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ