বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর চারঘাটে তিনগ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর চারঘাটে তিনগ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর চারঘাট উপজেলার আসকরপুর, থানাপাড়া ও গৌরশহর এই তিন গ্রামে সোমবার আগাম ঈদ উদযাপিত হচ্ছে। তবে এসব গ্রামের অধিবাসীদের মধ্যে কেবলমাত্র হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের তিন শতাধিক অনুসারী সোমবার সকালে ঈদ-উল-ফিতরের জামাতে অংশগ্রহণ করেছেন। বাকিরা আগামীকাল সারা দেশের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

সোমবার সকাল পৌনে ৭টায় চারঘাটের আসকরপুর জামে মসজিদের পাশের একটি আমবাগানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতটি সরদহ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এবং পুলিশি বাধার কারণে সেখানে ঈদের জামাত হয়নি। জামাতের ইমামতি করেন আসকরপুর জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শাজাহান আলী। তাকে সহায়তা করেন চারঘাটের ডাক্রা ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুর রহমান।

শফিকুর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা রাখেন এবং যথারীতি ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। তবে তারা কারও অনুসারী নন বলে দাবি করেন তিনি। গত বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা পালন করেন তারা। রোববার সৌদিতে ঈদের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা ঈদের আনন্দ শুরু করে দেন।

আরও পড়ুন

সর্বশেষ