শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদখেলার সময়শাস্তি কমানোর আবেদন নিয়ে বিসিবি কার্যালয়ে সাকিব

শাস্তি কমানোর আবেদন নিয়ে বিসিবি কার্যালয়ে সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র দেওয়া শাস্তি কমানোর আবেদন নিয়ে বিসিবি কার্যালয়ে গেছেন সাকিব আল হাসান। রোববার দুপুরে তিনি বিসিবি কার্যালয়ে পৌঁছান। সাকিব আল হাসানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও অনাপত্তিপত্র ছাড়া দেশের বাইরে খেলতে যাওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেটে ৬ মাসের জন্য এবং দেশের বাইরের লিগে বিসিবি কর্তৃক ১৮ মাস নিষিদ্ধ হন।
তবে বিসিবি শাস্তি কমানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। গত বুধবার বিসিবির সভাপতির সঙ্গে দেখা করেন সাকিব আল হাসান। তিনি তাকে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান। এর প্রেক্ষিতে আজ বিসিবিতে শাস্তি কমানোর আবেদন করতে যান সাকিব আল হাসান। সাকিবের আবেদন গ্রহণের পর বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জানিয়েছেন, দ্রুত সময়ে সাকিবের আবেদন বিবেচনা করা হবে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ