বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন

ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন

৭২ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আল্টিমেটাম দিয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন।  সোমবার সকালে মোটর শ্রমিক নেতাদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় তারা।

ধর্মঘটের কারণে রংপুরের ৪০টি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আরো ৬ জেলা- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন বিভিন্নরুটে চলাচলকারী হাজার হাজার মানুষ। সোবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানান, মোটর শ্রমিক ইউনয়ন নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ