মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্বদেশ ছাড়ছেন পারভেজ মুশাররফ

দেশ ছাড়ছেন পারভেজ মুশাররফ

72018239AJ003_Musharrafপাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ দেশটির ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে গোপন চুক্তির ভিত্তিতে দেশত্যাগের করতে যাচ্ছেন বলে দেশটির ইংরেজি দৈনিক ডেইলি টাইমস জানিয়েছে।

 নওয়াজ শরীফের সাথে মুশাররফের এ সম্পর্কিত চুক্তি পাকা হয়ে গেছে বলে জানিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ কায়েদে আজম বা পিএমএল-কিউ’র প্রধান চৌধুরি শুজাত হোসেন এ গোপন চুক্তির কথা জানিয়েছেন।

 চুক্তি অনুযায়ী দুবাই বা সৌদি আরবে চলে যাবেন মুশাররফ। সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলায় বর্তমানে গৃহবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মুশাররফ। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহ, বালুচ নেতা নবাব আকবর বুগতিকে খুন ও প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মাদ চৌধুরিসহ ৬০ বিচারপতিকে পদচ্যুত করে বিচারবিভাগকে কলুষিত  করার অভিযোগ ।

 দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দু’মাস আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরেছিলেন তিনি। অনেকে মনে করছেন, দেশটির প্রভাবশালী সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সহযোগিতায় দেশত্যাগের সুযোগ পেতে যাচ্ছেন মুশাররফ।

 পাকিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজাত হোসেন আরো বলেন, দেশের সমস্যাবলী সমাধানের জন্য হবু প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সামনে এটি শেষ সুযোগ।

 তিনি দাবি করেন, পাকিস্তানের পার্লামেন্ট সদস্যদের শতকরা ৮০ ভাগ অতীতে পারভেজ মুশাররফের স্বৈরশাসনকে সমর্থন জানিয়েছে। কাজেই স্বৈরশাসনে সমস্যা হলে এসব সংসদ সদস্যকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ