বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর সাথে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ’র...

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর সাথে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী তেল বিপনন কোম্পানী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের দাবী আদায়ের একমাত্র শ্রমিক সংগঠন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ রেজি নং-বি-১৮৩৩ নেতৃবৃন্দগণ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  নজরুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।
এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের দাবী সংক্রান্ত শ্রম বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভূক্ত ইউনিয়ন হিসাবে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ রেজি নং-বি-১৮৩৩ শিল্প সম্পর্ক অধ্যাদেশ ও প্রচলিত শ্রম আইন ও বিধি অনুযায়ী শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রয়াসে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ’র সভাপতি  মোঃ আইয়ুব, সাধারণ সম্পাদক  মোঃ হামিদুর রহমান, কার্যকরী সভাপতি  মোহাম্মদ শাহজাহান, সহ সভাপতি  জমিল আহমেদ, সহ সাধারণ সম্পাদক  জহির উদ্দিন মোহাম্মদ আকবর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউছুপ আলী, দপ্তর সম্পাদক রনি কর এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ