সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন চুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জামাল উদ্দীন...

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন চুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ ১৮ই ফেব্রুয়ারি (রবিবার) ২০২৪ খ্রি. দুপুরে চুয়েটের স্বাধীনতা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু পরিষদ চুয়েট’র পক্ষ থেকেও পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়  বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর নির্বাহী আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব জনাব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী চার বছরের জন্য চুয়েটের প্রো-ভিসি হিসেবে নিয়োগাদেশ লাভ করেন। ওইদিনই অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ অপরাহ্নে প্রো-ভিসি পদে যোগদান করেন। তিনি চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে ২০১৩ সালের ৫ই মার্চ বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের প্রথম প্রো-ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

আরও পড়ুন

সর্বশেষ