বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদটপ৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করছে আওয়ামী লীগ

৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৭ টি আসনে প্রার্থী প্রত্যাহার করছে আওয়ামী লীগ। এর মধ্যে ২৬টি আসন ছাড় দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। সাতটি আসনে ১৪ দলীয় শরিকরা এবং বাকি চারটি আসন অন্যান্য দলগুলোকে।

রোববার (১৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার রাতেও জাতীয় পার্টির সঙ্গে পঞ্চম দফা বৈঠক করে আওয়ামী লীগ। ২৬টি আসন চূড়ান্ত হলেও জাতীয় পার্টি আরও অন্তত ১০টি আসন দাবি করছে বলেও উল্লেখ করে ওই নেতা।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই বিকেল নাগাদ আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। সকালে ধানমণ্ডিতে আয়োজিত নিয়মিত  ব্রিফিং এ কথা বলবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এ সংক্রান্ত আলোচনা ওঠার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ