শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বুধবার বিক্ষোভ সমাবেশ করবে

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বুধবার বিক্ষোভ সমাবেশ করবে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শ্রমিক হত্যা,নির্যাতন ও গুলি বন্ধ এবং তাদের ন্যায্য দাবি মেনে নিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করবে। বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলো হয়, গত কয়েকদিনে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে শত শত শ্রমিক আহত ও ২জন নিহত হয়েছে। শ্রমিকদের দাবির ব্যাপারে সরকার আলোচনার কোন উদ্যোগ না নিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের আন্দোলনকে বিবেচনা না করে তাদের উসকে দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনের সমন্বয়ক শ্রমিক নেতা তাসলিমা আখ্তার লিমার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নেতা জুলহাসনাইন বাবু, দীপক রায়, মাহবুব ইরান, আবু শ্যামা। এছাড়া শ্রমজীবী সমিতি, নারী সংহতি ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতারও সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ