মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনচুয়েটে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র ভূমিকা” (Role of IQAC in Quality Assurance in University) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ই নভেম্বর (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বেলা ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান, অফিস প্রধান ও হল প্রভোস্টগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ