মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআইআইইউসি'র তৃতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

আইআইইউসি’র তৃতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ছায়া জাতিসংঘ ক্লাবের আয়োজনে তিনদিন ব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সহ সরকারি বেসরকারি স্বনামধন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করে।IMG-20231010-WA0014

আইআইইউসি ছায়া জাতিসংঘ সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার ও প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন।

সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউএন ওমেন সহ মোট ছয়টি কমিটির তিনদিনব্যাপী ধারাবাহিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন৷

সমাপনী অনুষ্ঠানে সাকিব মাহমুদ শাহরিনের সঞ্চালনায় মোঃ খালেদ সাইফুল্লাহর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। সম্মেলনে পারফরম্যান্সের ভিত্তিতে ডেলিগেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, সাংবাদিক, আয়োজক ক্লাবের অ্যালামনাই সদস্য, সেক্রেটারি বডি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ