মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদজাতীয়সোমবার বাজেট অধিবেশন শুরু, সদস্যপদ টিকিয়ে রাখতে যোগ দিচ্ছে বিরোধী দল

সোমবার বাজেট অধিবেশন শুরু, সদস্যপদ টিকিয়ে রাখতে যোগ দিচ্ছে বিরোধী দল

NationalParliamentofBangladesh_jpgনবম জাতীয় সংসদের ১৮তম ও ২০১৩ সালের বাজেট অধিবেশন সোমবার শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন। বিকাল সাড়ে ৫টায় সংসদের কার্যক্রম শুরু হবে।

একদিকে বাজেট পেশ অন্যদিকে বিরোধী দলের সংসদে যোগদানের ঘোষণায় এ অধিবেশন অন্যরকম তাৎপর্যময় হয়ে উঠেছে।

চলতি অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৬ জুন বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। বর্তমান মহাজোট সরকারের এ মেয়াদের এটি হবে পঞ্চম ও শেষ বাজেট। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ থাকছে ৬৬ হাজার ৫শ’ কোটি টাকা। মোট বাজেটের আকার ২ লাখ ২২ হাজার ৫শ’ কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট অধিবেশন হওয়ায় সরকারের পাশাপাশি দেশের জন্যও এ অধিবেশন গুরুত্বপূর্ণ। তবে বাজেট পেশ ছাড়াও এ অধিবেশনে বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সোমবার সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ১৮তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি বাজেট অধিবেশনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। দলের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিরোধী দল সংসদের আসন্ন অধিবেশনে যোগ দিবে। বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকও সাংবাদিকদের সংসদের এ অধিবেশনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে তাদের দাবি বা প্রস্তাব উত্থাপন করার আহবান জানান। রবিবার তিনি তার সংসদ ভবনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহবান জানান। তিনি বলেন, ‘আমি আশা করি প্রধান বিরোধী দল সংসদে যোগ দিয়ে বাজেটের ওপর আলোচনায় অংশ নিবেন। আর স্পিকার হিসাবে আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব।’

এদিকে একটানা ৯০ কার্যদিবস অনুস্থিতির কোটা এ অধিবেশনে পূরণ হওয়ায় বিরোধী দলকে সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে বাজেট অধিবেশনে যোগ দিতে হবে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী গত ৩০ এপ্রিল শেষ হওয়া ১৭তম অধিবেশন পর্যন্ত বিরোধী দলের সংসদ সদস্যদের অধিবেশনে একটানা অনুপস্থিতি ৮৩ কার্যদিবসে দাঁড়িয়েছে। এ হিসাবে বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতির ৯০ কার্যদিবস পূরণ হতে সোমবারসহ আরো ৭ কার্যদিবস বাকি রয়েছে।

এর আগে সংসদের ১৭তম অধিবেশন গত ২১ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। আট কার্যদিবসের ওই অধিবেশনে ২০টি বিলের মধ্যে ৭টি বিল পাস হয়।

আরও পড়ুন

সর্বশেষ