মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আফনান নাছির বর্ষা (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের ক্রীড়া সংগঠক ও পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের মেয়ে। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্নাতক ৩য় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া কুসুমপুরা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল কাদের হিরু জানান, আফনান পরিবারের সাথে নগরীর আগ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় নাছির উদ্দিনের মেয়ে আফনান ও ছেলে আদনান। এর মধ্যে আফনানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে ছেলে আদনান (১৭) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ