শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী পদত্যাগ করে সুনির্দিষ্ট সংলাপের তারিখ ঘোষণা করলে আলোচনা : রিজভী

প্রধানমন্ত্রী পদত্যাগ করে সুনির্দিষ্ট সংলাপের তারিখ ঘোষণা করলে আলোচনা : রিজভী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী পদত্যাগ করে সুনির্দিষ্ট সংলাপের তারিখ ঘোষণা করলে আলোচনায় অংশ নিতে হরতাল প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হরতালকারীদের দেখে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নতুন নতুন পন্থায় বিরোধী দল দমন আর প্রধানমন্ত্রীর ঘোষণায় রক্তগঙ্গা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে রিজভী বলেন, চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলের দায় থাকলেও সরকারকে বেশি কার্যকর ভূমিকা পালনের উদ্যোগ নিতে হয়।

রিজভী বলেন, বর্তমান সরকার সংলাপের ব্যাপারে আন্তরিক না হয়ে তালবাহানা করে একতরফাভাবে নিজেদের অধীনে নির্বাচনের নীল-নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ