সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ব্রাজিল বিশ্বকাপে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

ব্রাজিল বিশ্বকাপে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) হিসাব অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপে টিকিট বিক্রিতে নতুন রেকর্ড হয়েছে। ২০০৬ সালে ইউরোপের দেশ জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড লিখেছে ২০১৪ সালের ফুটবল মহাযজ্ঞ। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দফায় ছয় লাখ ৫৩ হাজার পাঁচ শত ২১ জন ফুটবলপ্রেমী টিকিটের আবেদন করেছিলেন। আর ব্রাজিল বিশ্বকাপে প্রথম দফায় আবেদন পড়েছে আট লাখ ৮৯ হাজার তিন শত পাঁচ জন। যা টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ। প্রথম দফায় অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপের টিকিটের অনলাইন আবেদন চলে। সোমবার থেকে দ্বিতীয় দফায় ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়। যা নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত চলবে। আর ডিসেম্বরের ছয় তারিখ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর টিকিট বিক্রির তৃতীয় ও শেষ ধাপ শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ