শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলা শুরু

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলা শুরু

চট্টগ্রাম জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যেগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল চট্টগ্রামস্থ রেলওয়ে পলোগ্রাউন্ড শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) আবু রায়হান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, আ ন ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন আল রশিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ (কাজল), সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ কাউন্সিলর মো. আশরাফুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নের জন্য ১টি করে মাঠ প্রস্তুতির কাজ চলমান আছে। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে সারা বছর খেলাধুলা চালু রাখার ব্যবস্থা নেওয়া হবে। উদ্বোধনী দিনে কর্ণফুলী উপজেলা চ্যাম্পিয়ন এ জে চৌধুরী কলেজ ওয়াকওভার লাভ করে। সন্দ্বীপ উপজেলা চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ খেলোয়াড় বাছাইয়ে বাদ পড়লে ওয়াকওভার লাভ করে কর্ণফুলী উপজেলা চ্যাম্পিয়ন দল। জেলা পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী ২৭ জুলাই হতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। আজ টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ