শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখলিল মীর উচ্চ বিদ্যালয়কে পটিয়ার প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে...

খলিল মীর উচ্চ বিদ্যালয়কে পটিয়ার প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে : হুইপ সামশুল হক

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিগত ১৪ বছরে পটিয়ার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়কে পটিয়ার সর্বপ্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আ.লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আরো উন্নয়ন হবে। তিনি গতকাল শনিবার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের হল রুমে মা সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।WhatsApp Image 2023-07-16 at 5.28.09 PM

এর আগে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর আহমদ সওদাগর, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুর রহমান, সাউথ বাংলা ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, দেবব্রত দাশ দেবু, প্রদীপ দাশ, হাবিবুল হক চৌধুরী, এম এজাজ চৌধুরী, আবদুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক শাহাদাত হোসেন, মনিষা নাথ মুক্তা, রিটন কুমার নাথ, আবদুল্লাহ আল হারুন, মোজাম্মেল হোসেন রাজধন, আজিমুল হক, শাহাজান বাহাদুর, পেয়ার মোহাম্মদ, এহসানুল হক, রবিউল আলী, শওকত হোসেন, এমরান হোসেন, ইদ্রিস চৌধুরী অপু, হাসেম বাহাদুর, শাহরিয়ার সাগর, হামিদ সিকদার রনি, তানভীর ইসলাম, আরিফ তালুকদার।
আরও পড়ুন

সর্বশেষ