শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্বচ্ছ দ্রুত স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডা ওএসএস ব্যাবহার করতে হবে

স্বচ্ছ দ্রুত স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডা ওএসএস ব্যাবহার করতে হবে

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএও)’র সার্বিক সহযোগীতায় বন্দরনগরী চট্টগ্রামের হোটেল  আগ্রাবাদে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন  বিডার নির্বাহী সদস্য মিজ মহোসিনা ইয়াসমিন, উক্ত কর্মশালায়া সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ড. মোঃ আমিনুর রহমান এনডিসিবিভাগীয় কমিশনারচট্টগ্রাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুল আলম, প্রেসিডেন্ট, চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সৈয়দ মোঃ তানভীর, ভাইস প্রেসিডেন্ট, চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রি , আবিদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, , চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও  রাকিব হাসান,  অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম।01

কর্মশালায় শুরুতেই  বিডার  নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন, সময়ে তিনি বলেন, “ এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সময় সেহেতু সেবাসমূহ হবে স্মার্ট, বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের বিনিয়োগ সেবা ঘরে বসেই একই প্লাটফর্ম থেকে পাবেন, এমনকি এসময়ে তাঁর অফিসে আসার ও প্রয়োজন নাই। এসময়ে তিনি, কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন চেম্বার্স অফ কর্মার্সের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও সুপারিশ  গ্রহণ, ও মুক্ত আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, প্রেসিডেন্ট, মোঃ মাহবুবুল আলম, দ্রুত বিনিয়োগসেবা পেতে হলে আমাদের ডিজিটাল ভাবে বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে এবং কাংখিত সেবা পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই থার্ড পার্টি মুক্ত হয়ে সেবা গ্রহণ করতে হবে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে  বিডার নির্বাহী সদস্য মিজ মহসিনা ইয়াসমিন বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশ ভিশন তুলে ধরেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপদান হলো আধুনিক বিনিয়োগ ব্যাবস্থা, আর  বিনিয়োগ সেবা কে প্রযুক্তিগত ডিজিটাইস করার জন্য কাজ করে যাচ্ছে বিডা। স্বল্পসময়ে স্বল্পব্যায়ে স্বচ্ছ দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডা ওএসএস ব্যাবহার করতে হবে, বিনিয়োগকারীদের বিশ্বমানের ডিজিটাল সেবা প্রদানের জন্য বিডা সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ। এসময়ে তিনি বিনিয়োগকারীদের থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি বিডা ওএসএস এর মাধ্যমে সেবা গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান এনডিসি  বিডা কে ধন্যবাদ জানিয়ে বলেন “ চমৎকার ভাবে  এগিয়ে যাচ্ছে বিডা, বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে বিডার কার্যক্রম খুবই গতিশীল। বিডা ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদান করে আসছে, তাই   বর্তমান প্রযুক্তির যুগে  সেবা গ্রহণের ক্ষেত্রেও  আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করতে হবে।

উল্লেখ্য যে বিডা দেশি বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে বিগত ২৪ ফ্রেরুয়ারী ২০১৯ খ্রি: তারিখ চালুকৃত অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ২৪ টি সংস্থার ৭১ টি সেবা প্রদান করে আসছে, এছাড়া ৪৩টি সংস্থার সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে, অতিদ্রুত এসব সংস্থার সেবাসমূহ বিডা ওএসএসে যুক্ত হবে, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস  পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেয়ার পরিকল্পনা বিডার রয়েছে।

অনুষ্ঠানে শুরুতেই বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমাল  এর উপস্থাপনায় , বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং ওএসএস পোর্টাল হতে সেবা প্রাপ্তির সার্বিক ধারনা প্রদান করেন। এছাড়াও কর্মশালায় অন্যান্যের মধ্যে সৈয়দ মোঃ তানভীর, ভাইস প্রেসিডেন্ট, চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রি , আবিদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, , চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ,    রাকিব হাসান,  অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম।মোঃ বোরহান উদ্দিন, প্রোগ্রাম অফিসার, আইএলও এবং মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, বিডা  প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে সংশ্লিষ্ট অন্যান্য  দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ