শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদতথ্য-প্রযুক্তিহোয়াটসঅ্যাপে মেসেজ এডিটের সুযোগ

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিটের সুযোগ

ফোন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় কখনো টাইপ করতে ভুল হয়। একে টাইপো বলে। এই ভুল সংশোধনের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। সোমবার ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ এই ঘোষণা দেন। তিনি জানান, মেসেজ এডিটের জন্য সর্বোচ্চ ১৫ মিনিট সময় পাওয়া যাবে। অর্থাৎ মেসেজ পাঠানোর ১৫ মিনিট পর আর এডিট করা যাবে না। ফিচারটি ব্যবহার করতে চাইলে কয়েক সেকেন্ডের জন্য নির্দিষ্ট মেসেজের ওপর ট্যাপ করে রাখতে হবে। এরপর মেসেজ সিলেক্ট হলে মেনুতে গিয়ে এডিট অপশনটি বেছে নিতে হবে।

ভুল ঠিক করে সংশোধন করলে তা এডিটেড হিসেবে চিহ্নিত হবে। কতবার এডিট করা হয়েছে তার হিস্ট্রিও দেখা যাবে। এরই মধ্যে ফিচারটি ব্যবহারকারীদের ফোনে পাঠাতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এত দিন মেসেজ এডিট করার কোনো সুযোগ ছিল না। ভুল হলে তা দুই দিনের মধ্যে ডিলিট করতে হতো।

 সূত্র : বিবিসি

আরও পড়ুন

সর্বশেষ