ব্রেকিং নিউজ

শনিবার থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

সাগরে আগামীকাল শনিবার থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত সব ধরণের মাছ ধরা বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৬৫ দিনের জন্য বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

এর আগে, গত ১১ মে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী বলেন, সামুদ্রিক মাছের প্রজননকালে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে মাছের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বৃদ্ধি করা। এ সময় সব বাণিজ্যিক মৎস্য ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হবে। যান্ত্রিক ও আর্টিসানাল মৎস্য নৌযান ঘাটে বাঁধা থাকবে।

স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী মাছ ধরা বন্ধ রাখার কাজে সহায়তা করবে।

About bdsomoy