ব্রেকিং নিউজ

বাংলাদেশ কমার্স ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

FB_IMG_1684430489828অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে NEC -ইতালি (নতুন রেমিট্যান্স পার্টনার) এবং বিসিবি ই-ক্যাশ (মোবাইল ব্যাংকিং অ্যাপ) এর মাধ্যমে বিসিবি এনআরবি ডিপোজিট ও বিসিবি এনআরবি স্কিম হিসাব খোলা এবং প্লাটিনাম কার্ডধারীদের জন্য অগ্রাধিকার পাস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিসিবিএল প্লাটিনাম কার্ডধারীরা এখন বাংলাদেশের স্থানীয় বিমানবন্দর সহ বিশ্বব্যাপী 1300টিরও বেশি বিমানবন্দর লাউঞ্জে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জণের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তাজুল ইসলাম ২০২৩ সালের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

About bdsomoy