বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদপ্রবাসী সময়‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়ে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে :...

‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়ে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে : নিজাম চৌধুরী

বাংলাদেশের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ফ্লোরিডা আওয়ামী লীগের একটি টিম বাংলাদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে গত শনিবার ‘ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ’র নতুন কমিটির অভিষেক হয়েছে। এ উপলক্ষে লানটানা শহরের ‘আমেরিকান জার্মান ক্লাবে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজিব উদ্দীন।Folorida al

প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনটি ঐতিহাসিক কারণেই খুবই গুরুত্বপূর্ণ। চলমান উন্নয়ন-অভিযাত্রা অব্যাহত রাখার স্বার্থে আবারো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এজন্য প্রবাসের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৌকার প্রার্থীদের নির্বাচনী তহবিল সংগ্রহে ভূমিকা রাখার পাশাপাশি আত্মীয়স্বজনকে উদ্বুদ্ধ করতে হবে।

সভার প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী বলেন, বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। উন্নয়নের রোল মডেল। আগামী নির্বাচনে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত হয়ে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

বিশেষ অতিথি সংগঠনের অন্যতম সহ-সভাপতি ডা. মোহাম্মদ আলী মানিক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি নাফিজ জুয়েল, এম রহমান জহির, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সম্পাদকমণ্ডলীর সদস্য মিম খান, এরিনা খান, আসমা আক্তার রুবি ও আয়শা সিদ্দীক প্রমুখ। নতুন কমিটির সকলকে বাংলাদেশের স্বার্থ নিয়ে মার্কিন প্রশাসনে দর-কষাকষির জন্য ডেমোক্রেটিক পার্টির সাথে জোরালো সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির নেতা জুনায়েদ আক্তার।

সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, রানা খান, লিটন খান, ওসমান চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু, মহিলা আওয়ামী লীগের সভাপতি জিমি খান ও যুব মহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাদ উদ্দীন। বেলুন উড়িয়ে ‘জয়-বাংলা’, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখর পরিবেশে অতিথিরা অভিষেক-পর্ব উদ্বোধন করেন। শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুবি রউফ, বাপ্পি ও মনি আব্বাস। সালমা রহমান মিনুর পরিচালনায় গীতি আলেখ্য ‘সোনার তরী’ পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন মিম, এরিনা, দিপু, ফুয়াদ, পল্লব, আয়শা, জেমি, ডলি, লিনা ও রুবি রউফ।

আরও পড়ুন

সর্বশেষ