শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব: কক্সবাজারে সাগরে নামতে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব: কক্সবাজারে সাগরে নামতে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সাগরে নামায় নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার (১২ মে) দুপুরে সমুদ্রসৈকতে লাল পতাকা ওড়ানো হয়। এছাড়া কলাতলী, লাবণী ও সুগন্ধাসহ বিভিন্ন পয়েন্টে পর্যটকদের সাগরে নামতে বাধা দিতে দেখা যায় ট্যুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবকদের।

সি-সেইফ লাইফগার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, দুপুর ১২টার দিকে লাল পতাকা ওড়ানোর পর পর্যটকদের সাগর থেকে তুলে নেয়ার চেষ্টা করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার শেহরীন আলম জানান, সাগর উত্তাল হতে শুরু করায় পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারের উপজেলাগুলোতে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মজুত রাখা হয়েছে ১০ লাখ ৩০ হাজার টাকা, ৪৯০ টন চাল, ৭ টন শুকনো খাবার ও ১৯৪টি ঢেউ টিনের শেড।

আরও পড়ুন

সর্বশেষ