শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়সর্বজনীন স্বাস্থ্যসেবায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বজনীন স্বাস্থ্যসেবায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে পড়া দেশগুলোর সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমাদের ইউভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টি, আমাদের ধনী দেশগুলো তাদের আরও এগিযে আসতে হবে। এই ক্ষেত্রে তাদের ফান্ড (অর্থায়ন) দিতে হবে। তিনি বলেন, ‘বহু দেশ এখনো পিছিয়ে আছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা সবার সঙ্গে শেয়ার করতে রাজি।

ধনী দেশগুলোকে আরও বেশি আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, একটা ভালো ফান্ড তৈরি করে যে সমস্ত এলাকা এখনো উন্নত না বা যেগুলো এখনো স্বাস্থ্যের দিকে খুব বেশি এগুতে পারেনি। তাদের স্বাস্থ্য ও পুষ্টি খাতে সহযোগিতা করা উচিত। কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল।

আরও পড়ুন

সর্বশেষ