বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদটপবিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি,আইন সংশোধন

বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি,আইন সংশোধন

বেশ কয়েকটি দেশ থেকে যাওয়া অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে একটি আইনও পাশ করেছে দেশটি। চলতি বছরের শুরুর দিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবের ভিত্তিতে সৌদি প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ আইনে সম্মতি দেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মক্কা আল-মুকাররামার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ আইন পাশ করার বিষয়টি প্রকাশিত হয়েছে। এর আগে গত শুক্রবার (৭ এপ্রিল) সৌদি আরবের সরকারি গেজেট উম আল কুরায় নাগরিকত্ব আইনের সংশোধনীটি প্রকাশিত হয়।

এ বছরের জানুয়ারিতে সৌদি নাগরিকত্ব আইনের ৮ নম্বর ধারা সংশোধনের জন্য একটি ডিক্রি জারি করা হয়, যা গত ১৩ মার্চ অনুমোদন হয়। ওই সংশোধনীতে বলা হয়েছে, মা সৌদি নাগরিক ও বাবা বিদেশি—এমন যে কেউ সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাকে আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। ভালো চরিত্র ও ব্যবহার এবং ছয় মাসের বেশি কারাবরণের রেকর্ড থাকা যাবে না।

তবে এরই মধ্যে দেশটির অনেক অধিকারকর্মী এ আইনের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সৌদি নারীদের সন্তানদের নাগরিকত্বের জন্য এই আইন আরও বড় বাধা হয়ে দাঁড়াবে। বর্তমানে বিদেশে অবস্থান করা যেকোনো সৌদি পুরুষের সন্তানেরা কোনো আইনি বাধা ছাড়াই নাগরিকত্ব পান।

উল্লেখ্য, ২০২১ সালে সৌদি আরব বিশ্বের যেকোনো প্রান্তের বিশেষ প্রতিভাবানদের জন্য নাগরিকত্বের দ্বার খুলে দেয়। সৌদির আগে সংযুক্ত আরব আমিরাত এই উদ্যোগ নিয়েছিল। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে সহজ করার অংশ হিসেবেই তারা এ উদ্যোগ নিয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ