ব্রেকিং নিউজ

দীর্ঘদিন পর ১০টি গান প্রকাশ করছেন মনির খান

 দীর্ঘদিন পর একসঙ্গে ১০টি গান প্রকাশ করছেন জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান। ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামের এলবামে গানগুলো ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। গানগুলো লিখেছেন লিটন শিকদার। এগুলোর সুর করেছেন মিল্টন খন্দকার ও দেবু রায়। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল। ১০টি গান মুক্তি উপলক্ষে সোমবার ঢাকায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানগুলো প্রকাশনাকে কেন্দ্র করে নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন শিল্পী ও গানগুলোর গীতিকার সুরকাররা। মনির খানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কণ্ঠশিল্পী খোরশেদ আলম, রবি চৌধুরী, মামুন, নাসির, গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, লিটন অধিকারী রিন্টু, অভিনেতা ও প্রযোজক সাজু মুনতাসীরসহ আরো অনেকেই। অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উপলক্ষে আগামী ২২-২৩ রমজানের মধ্যেই গানচিত্রগুলো মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোরে’ মুক্তি দেয়া হবে। নতুন গানগুলো নিয়ে মনির বলেন, ‘আমি যে ধরনের গান করি, সেই ধরনের উপাদানই নতুন এই ১০টি গানে রয়েছে। গানগুলো করে ভালো লেগেছে। অনেক দিন পরে একসঙ্গে এতগুলো গান করলাম। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে ভিডিও করা হয়েছে। আশা করি, দর্শক গানগুলো শুনে তাদের ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করবেন।

About bdsomoy