রবিবার, মে ১২, ২০২৪
প্রচ্ছদটপসামিটকে সরকার নির্ধারিত মূল্যে বিদ্যুৎ বিক্রির নির্দেশ

সামিটকে সরকার নির্ধারিত মূল্যে বিদ্যুৎ বিক্রির নির্দেশ

সরকার নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিক্রি করতে সামিট গ্রুপকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা হিসাবে দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল।

সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে তারা, তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চেয়ে এ মামলা করে সামিট গ্রুপ। ২০১৫ সালে হাইকোর্টে রিট করলে রায় তাদের পক্ষে যায়। এর বিরুদ্ধে আপিল করে বিদ্যুৎ বিভাগ। যার পরিপ্রেক্ষিতে আজকের এ রায় দেন আপিল বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ