বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রিটায়ার্ড সিটিজেন এবং প্রবাসী গ্রাহকদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিবহণ সুবিধা চালু

রিটায়ার্ড সিটিজেন এবং প্রবাসী গ্রাহকদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিবহণ সুবিধা চালু

রিটায়ার্ড সিটিজেনদের জন্য “এসআইবিএল রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম” এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য “এসআইবিএল প্রবাসী ডিপোজিট স্কিম” নামে দুটি নতুন সঞ্চয়ী স্কিম চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ দুটি স্কিমের আওতায় প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য ঢাকা সিটির মধ্যে এয়ারপোর্ট থেকে গন্তব্যে এবং রিটায়ার্ড সিটিজেন গ্রাহকদের বাসা থেকে হাসপাতালে আনা-নেয়ার জন্য দুটি গাড়ি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।IMG_20230213_212015

সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশেষ এই সেবাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) বেলাল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক মোঃ কামাল উদ্দিন, জেবুন্নেসা আকবর, আরশাদুল আলম ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরিবহণ সুবিধা ছাড়াও এসআইবিএল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন নতুন এই দুটি স্কিমের গ্রাহকগণ।
নতুন এই দুটি স্কিম সম্পর্কে জানতে কল করুন ১৬৪৯১ নাম্বারে অথবা ভিজিট করুনঃ https://www.siblbd.com/sibl-retired-citizen-monthly-benefit-scheme
এবং https://www.siblbd.com/sibl-probashi-deposit-scheme

আরও পড়ুন

সর্বশেষ