শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়কানাডীয় হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

কানাডীয় হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কানাডীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার রাত সোয়া ৮টায় তারা বারিধারায় হাইকমিশনার হিদার ক্রুডেনের বাসভবনে প্রবেশ করেন। আওয়ামী লীগের এ প্রতিনিধি দলে রয়েছেন- সংসদে সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোমেন হুমায়ূন।

উল্লেখ্য, গতকাল সোমবার কানাডীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন বিএনপির পাঁচ নেতা। সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত তারা হাইকমিশনারের বাসভবনে ছিলেন। পাঁচ নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, চেয়ারপারসনের  উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল চলার কারণে সেদিন তারা রিকশায় করে কানাডীয় হাইকমিশনে যান।

আরও পড়ুন

সর্বশেষ