এসআইবিএলের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল আহমেদ

সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বেলাল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলম এ খবর নিশ্চিত করেছেন।IMG_20230131_225205

নতুন পদে আসার আগে বেলাল আহমেদ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান ছিলেন।

এমডি জাফর আলম জানান, চেয়ারম্যান মাহবুব উল আলম ও এএমডি আবু রেজা এমডি ইয়াহিয়া ২৮ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন যা মঙ্গলবারের বোর্ড সভায় গৃহীত হয়।

About bdsomoy