বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউহরতালে জীবন-যাত্রা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা

হরতালে জীবন-যাত্রা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা

বিরোধীদলের ঢানা ৬০ ঘন্টার হরতালে রাজধানীর জীবন-যাত্রা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাবিধান করা ও সন্ত্রাসীদের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল কোর্ট গঠন করা হয়েছে। ডিএমপি আশাবাদ ব্যক্ত করে বলেছে, শান্তিকামী ও সচেতন নগরবাসীর সহযোগিতায় এই নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুদৃঢ় করবে।

গাড়িতে অগ্নিসংযোগ রোধে করণীয়:
.হরতালের পূর্বের দিন অপরাহ্নে এবং হরতালের দিন ড্রাইভারবিহীন অবস্থায় যেখানে সেখানে গাড়ি পার্ক করবেন না।

. শুধুমাত্র স্থানীয় পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে বাণিজ্যিক গাড়ি পার্ক করবেন।
. হরতালের পূর্ব দিন এবং হরতালের দিন নিজস্ব লোক মোতায়েন ব্যতীত কোন ওয়ার্কসপ ও পেট্রল পাম্পে গাড়ি পার্ক করবেন না।

.বাসে কিংবা যাত্রীবাহী যানবাহনে কোন ব্যক্তি যেন বোতল,ক্যান কিংবা অন্যকোন প্রাত্রে পেট্রল কিংবা দাহ্য পদার্থ বহন করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন ।
. বাসের পেছনের আসনে যাত্রীদের সবাইকে লক্ষ রাখুন।

.সন্দেহভাজন ব্যক্তিদের ট্যাক্সি ক্যাব কিংবা সিএনজিতে যাত্রী হিসেবে নেবেন না।
.যাত্রী ফাঁকা কিংবা অপক্ষোকৃত নীরব এলাকায় গন্তব্য নির্ধারণ করে যেতে চাইলে সতর্ক থাকবেন।

.মালিক বা পরিচয়বিহীন ড্রাইভারকে আপনার গ্যারেজে গাড়ি পার্ক করতে দিবেন না।
.প্রত্যেক গাড়িতে এক বা একাধিক অগ্নি নির্বাপণ বহন করুন।

.যাত্রাপথে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হলে গাড়ি না থামিয়ে দ্রুত উক্ত স্থান ত্যাগ করুন।
ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় করণীয়:

. হরতালে ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সকল ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে সিসিটিভি ব্যবহার করুন।
.ধ্বংসাত্বক মিছিল বা পিকেটারদের বিষয়ে নিকটতম থানায় পরিস্থিতি সম্পর্কে অবহিত করুন।

. ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সঠিক রয়েছে কি না এবং তার ব্যবহার সকলে যথাযথভাবে জানে কি না তা নিশ্চিত করুন।
.মার্কেট চলাকালে মালিক এবং কর্মচারীদের সতর্ক থাকার পরামর্শ দিন।

পেট্রল পাম্পে করণীয় :
. প্রেট্রোল পাম্পে সিসিটিভি ব্যবহার করুন।

.খোলা প্রেট্রোল,ডিজেল বা অন্যকোন দাহ্য পদার্থ বিক্রি ও বহন থেকে বিরত থাকুন।
.পেট্রল পাম্পের ভেতরে প্রবেশের পূর্বে প্রতিটি গাড়ি তল্লাশী এবং পরীক্ষা করুন।

.হরতালের দিন গাড়ির ড্রাইভার বা যাত্রীকে পেট্রল পাম্পের অভ্যন্তরে এদিকে সেদিকে হাঁটা চলা না করতে অনুরোধ করুন।
.অপ্রয়োজনে কোন ব্যক্তি যেন পেট্রল পাম্পে প্রবেশ না করে তা নিরাপত্তাকর্মীদের মাধ্যমে নিশ্চিত করুন।

. অগ্নি-প্রজ্জ্বলনে সহায়তা করতে পারে এরুপ দ্রব্যাদি যেমন ম্যাচ, গ্যাসলাইট, ইত্যাদি পেট্রল পাম্পে রাখা থেকে বিরত থাকুন।
পথচারীদের করণীয়:

. ধ্বংসাত্মক বা নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে এরুপ পরিস্থিতি দৃশ্যমান হলে তা সাথে সাথে নিকটতম থানাকে অবহিত করুন।
.সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা যায় এমন দ্রব্যাদি যেমন বোমা,পটকার সংবাদ পুলিশকে অবহিত করুন।

.আপনার মোবাইল ফোনের মাধ্যমে হরতালকালীন সন্ত্রাসী কর্মকান্ডের ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করুন। ইউ-টিউব এ পোষ্ট করুন।
.হরতালের পূর্বের দিন আপনার এলাকায় বাসা বাড়ি, মেস, ধর্মীয় উপাসনাস্থলে সন্দেহজনক নতুন লোকজনের আনাগোনা দেখলে নিকটবর্তী থানায় অবহিত করুন।

বাসাবাড়ির নিরাপত্তায় করণীয়:
.নতুন ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করুন।

.বাসায় সিসিটিভি ক্যামারা স্থাপন করুন।
.ভাড়াটিয়ার পেশা কার্যক্রম  ইত্যাদি সম্পর্কে খোঁজ খবর রাখুন।

.ভাড়াটিয়ার বাসায় যাতায়াতকারীদের বিষয়ে অবগত হোন।
.বাড়ির দারোয়ান, কেয়ারটেকার এবং কাজের লোকের জীবন বৃত্তান্ত সংরক্ষণ করুন এবং তাদের বিশ্বস্ততা সম্পর্কে নিশ্চিত হোন।

.বাড়ির প্রধান ফটক সর্বদা তালাবদ্ধ রাখুন।
.বাড়িতে নিরাপত্তা বিষয়ক কোন সমস্য দেখা দিলে পুলিশকে অবহিত করুন।

নিরাপত্তার যে কোন প্রয়োজনে নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করুন।
পুলিশ কন্ট্রোল রুম: ৯৯৯,৯৫৫১১৮৮,৯৫৫৯৯৩৩,৯৫১৪৪০০।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ  বলেন, হরতালে সচেতনা বৃদ্ধি করতে আমরা পত্রিকায়, টিভিসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দেব। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবো।

আরও পড়ুন

সর্বশেষ