শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়৪ ও ৫ নভেম্বরের জেএসডি পরীক্ষা স্থগিত

৪ ও ৫ নভেম্বরের জেএসডি পরীক্ষা স্থগিত

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ। আগামীকাল সোমবার থেকে এ পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে রবিবার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ১৮ দলের কাছে হরতাল প্রত্যাহর আহবান করে বলেন, আমরা চার মাস আগে এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছি এবং সেভাবেই পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু ১৮-দলীয় জোট পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কর্মসূচি দিয়েছে। এতে আমরা খুবই ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তবে হরতাল তুলে না নেয়া হলে পরবর্তী সিদ্ধান্ত  রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। ৪ নভেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা রয়েছে ২০ নভেম্বর।

আরও পড়ুন

সর্বশেষ