রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়হঠাৎ ধোয়ামোছা কারাগারে মহিলা ভিআইপি সেল!

হঠাৎ ধোয়ামোছা কারাগারে মহিলা ভিআইপি সেল!

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কাশিমপুর মহিলা কারাগারের ভিআইপি সেল নিয়ে হঠাৎ ব্য¯ত্ম হয়ে পড়েছে কারা কর্তৃপক্ষ। মহিলা ভিআইপি বন্দীদের জন্য নির্ধারিত কয়েকটি সেল ধোয়ামোছা চলছে। চুনকাম থেকে শুরু করে খাট, জাজিম, চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামালও এরই মধ্যে পৌঁছে গেছে কারাগারে। বিদ্যুৎ ও পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপনীয়তা রক্ষা করে অত্যšত্ম দ্রুততার সঙ্গে ভিআইপি মহিলা সেল সাজানোর কাজটি সম্পন্ন করা হচ্ছে। দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ ভিআইপি মহিলা সেল প্র¯ত্মুত রাখতে কারা কর্তৃপক্ষের ব্য¯ত্মতা বেড়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডিভিশনপ্রাপ্ত মহিলা বন্দীদের জন্য যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে ভিআইপি সেল। তাই দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ভিআইপি সেলগুলো প্র¯ত্মুত করার কাজ চলছে। কাশিমপুর মহিলা কারাগারের জেলার আমজাদ হোসেন সংস্কারের বিষয়টি স্বীকার করে বলেছেন, ভিআইপি মহিলা বন্দীদের জন্য নির্ধারিত সেলগুলো দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় ছিল। এসব সেল ব্যবহারের উপযোগী করা হচ্ছে। ব্যবহার না করায় ধুলাময়লার আ¯ত্মর জমে ছিল সেলের মধ্যে। হঠাৎ ধোয়ামোছার জন্য বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কি না, তা জানাতে অপারগতা প্রকাশ করেন মহিলা কারাগারের এই জেলার। কারাগারের একটি সূত্র জানায়, কাশিমপুর মহিলা কারাগারের দুটি ভবনে ১৬টি সেল রয়েছে। এর মধ্যে ৪টি রয়েছে ভিআইপি মহিলা বন্দীদের জন্য। সেলগুলো দীর্ঘ দিন ধরে ব্যবহার করা হয়নি। কারা কর্তৃপক্ষ হঠাৎ করেই ভিআইপি সেলগুলো সাজাতে ব্য¯ত্ম হয়ে পড়ে। সেলগুলোয় লোহার খাট থাকলেও ছিল না জাজিম, তোশক, বালিশ। টয়লেটেও পানি সরবরাহ ঠিকমতো হতো না। পানির ট্যাঙ্কে জং ধরে যাওয়ায় পানি চুইয়ে পড়ত। সূত্র জানায়, দ্রুততার সঙ্গে এসব সংস্কারকাজ শেষ করতে গিয়ে টেন্ডার আহ্বানেরও সময় পায়নি কারা কর্তৃপক্ষ। এ কারণে কদিন আগে কাশিমপুর-১ থেকে জরুরি ভিত্তিতে জাজিম, তোশক, বালিশ নিয়ে আসা হয়েছে এসব ভিআইপি সেলে। এ ছাড়া চেয়ার-টেবিলসহ অন্যান্য সামগ্রী বাইরে থেকে কিনে সেল সাজানো হয়েছে। টয়লেটে আধুনিক ব্যবস্থা সংযোজন করা হয়েছে। পানির ট্যাঙ্কের সংস্কারকাজও শেষ। বিদ্যুতের লাইনে নতুন করে সব লাগানো হয়েছে। সেলগুলোয় রংয়ের কাজ হচ্ছে।

কারাগারের ওই সূত্র জানায়, অত্যšত্ম গোপনীয়তা রক্ষা করে ভিআইপি সেলগুলো প্র¯ত্মুত করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ বেশ কয়েক দিন ধরেই সেলগুলো নিয়ে ব্য¯ত্মতায় সময় কাটাচ্ছে। অতিরিক্ত জনবল দিয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। সব মিলিয়ে ভিআইপি বন্দীদের জন্য কাশিমপুর কারাগারের মহিলা সেল এখন অনেকটাই প্র¯ত্মুত।কাশিমপুর মহিলা কারাগারের ভিআইপি সেল নিয়ে হঠাৎ ব্য¯ত্ম হয়ে পড়েছে কারা কর্তৃপক্ষ। মহিলা ভিআইপি বন্দীদের জন্য নির্ধারিত কয়েকটি সেল ধোয়ামোছা চলছে। চুনকাম থেকে শুরু করে খাট, জাজিম, চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামালও এরই মধ্যে পৌঁছে গেছে কারাগারে। বিদ্যুৎ ও পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপনীয়তা রক্ষা করে অত্যšত্ম দ্রুততার সঙ্গে ভিআইপি মহিলা সেল সাজানোর কাজটি সম্পন্ন করা হচ্ছে। দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ ভিআইপি মহিলা সেল প্র¯ত্মুত রাখতে কারা কর্তৃপক্ষের ব্য¯ত্মতা বেড়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডিভিশনপ্রাপ্ত মহিলা বন্দীদের জন্য যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে ভিআইপি সেল। তাই দীর্ঘ দিন ধরে অব্যবহৃত ভিআইপি সেলগুলো প্র¯ত্মুত করার কাজ চলছে। কাশিমপুর মহিলা কারাগারের জেলার আমজাদ হোসেন সংস্কারের বিষয়টি স্বীকার করে বলেছেন, ভিআইপি মহিলা বন্দীদের জন্য নির্ধারিত সেলগুলো দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় ছিল। এসব সেল ব্যবহারের উপযোগী করা হচ্ছে। ব্যবহার না করায় ধুলাময়লার আ¯ত্মর জমে ছিল সেলের মধ্যে। হঠাৎ ধোয়ামোছার জন্য বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কি না, তা জানাতে অপারগতা প্রকাশ করেন মহিলা কারাগারের এই জেলার। কারাগারের একটি সূত্র জানায়, কাশিমপুর মহিলা কারাগারের দুটি ভবনে ১৬টি সেল রয়েছে। এর মধ্যে ৪টি রয়েছে ভিআইপি মহিলা বন্দীদের জন্য। সেলগুলো দীর্ঘ দিন ধরে ব্যবহার করা হয়নি। কারা কর্তৃপক্ষ হঠাৎ করেই ভিআইপি সেলগুলো সাজাতে ব্য¯ত্ম হয়ে পড়ে। সেলগুলোয় লোহার খাট থাকলেও ছিল না জাজিম, তোশক, বালিশ। টয়লেটেও পানি সরবরাহ ঠিকমতো হতো না। পানির ট্যাঙ্কে জং ধরে যাওয়ায় পানি চুইয়ে পড়ত। সূত্র জানায়, দ্রুততার সঙ্গে এসব সংস্কারকাজ শেষ করতে গিয়ে টেন্ডার আহ্বানেরও সময় পায়নি কারা কর্তৃপক্ষ। এ কারণে কদিন আগে কাশিমপুর-১ থেকে জরুরি ভিত্তিতে জাজিম, তোশক, বালিশ নিয়ে আসা হয়েছে এসব ভিআইপি সেলে। এ ছাড়া চেয়ার-টেবিলসহ অন্যান্য সামগ্রী বাইরে থেকে কিনে সেল সাজানো হয়েছে। টয়লেটে আধুনিক ব্যবস্থা সংযোজন করা হয়েছে। পানির ট্যাঙ্কের সংস্কারকাজও শেষ। বিদ্যুতের লাইনে নতুন করে সব লাগানো হয়েছে। সেলগুলোয় রংয়ের কাজ হচ্ছে।

কারাগারের ওই সূত্র জানায়, অত্যšত্ম গোপনীয়তা রক্ষা করে ভিআইপি সেলগুলো প্র¯ত্মুত করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ বেশ কয়েক দিন ধরেই সেলগুলো নিয়ে ব্য¯ত্মতায় সময় কাটাচ্ছে। অতিরিক্ত জনবল দিয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। সব মিলিয়ে ভিআইপি বন্দীদের জন্য কাশিমপুর কারাগারের মহিলা সেল এখন অনেকটাই প্র¯ত্মুত।

আরও পড়ুন

সর্বশেষ