বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদটপপপির কপাল খারাপ

পপির কপাল খারাপ

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

চিত্র নায়িকা পপির চূড়ান্ত হওয়া ও শুটিং হওয়া দুই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ছবি দুটি হলো দেবাশিষ বিশ্বাসের পরিচালনায় ‘চাইলাম যারে পাইলাম তারে’ এবং মিঠুর পরিচালনায় ‘মন খুঁজে বন্ধন’। ‘চাইলাম যারে পাইলাম তারে’ ছবিতে পপির নায়ক ইমন। ‘গার্মেন্টস কন্যা’ ছবির জনপ্রিয়তার পর এ জুটিকে নিয়ে প্রযোজক নাজিমউদ্দিন চেয়ারম্যান ‘চাইলাম যারে পাইলাম তারে’ ছবি নির্মাণের ঘোষণা দেন। কিন্তু সম্প্রতি প্রযোজক ইন্তেকাল করায় ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়া ‘মন খুঁজে বন্ধন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে নতুন একজন নায়কের বিপরীতে শুটিং শুরু করেন পপি। কিন্তু এ ছবিটিও ক’দিন শুটিংয়ের পর আটকে যায়। এবং শেষ পর্যন্ত এ অবস্থায় এসে দাঁড়ায় যে, ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এ প্রসঙ্গে পপি বলেন, কপাল খারাপই বলা যায়। তবে আমি এতে ভীত নই। বরং সামনে এগিয়ে যাওয়ার দ্বিগুণ সাহস পাচ্ছি। আর সেই সাহস নিয়েই নতুন ছবিতে অভিনয়ের সিটিং মিটিং করছি। পপি এরই মধ্যে অভিনয় করেছেন জাকির খানের পরিচালনায় ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবির। এতে পপির নায়ক হিসেবে অভিনয় করেছেন ফেরদৌস ও নীরব। ছবির গল্পে দেখা যায়, ফেরদৌস ও নীরব দুই ভাই। বড় ভাই ফেরদৌস পছন্দ করে একই গ্রামের পপিকে। তাদের মধ্যে বেশ ভাবও রয়েছে। হঠাৎ একদিন পপিকে বিয়ে করে নিয়ে আসে ছোট ভাই নীরব। আর তারপরই গল্প এগিয়ে যায় অন্যদিকে। ‘চার অক্ষরের ভালোবাসা’ প্রসঙ্গে পপি বলেন, এ ছবির গল্পটি অনেক সুন্দর। আমার চরিত্র উপস্থাপনেও ভিন্নতা রয়েছে। আশা করছি ছবিটি দর্শক বেশ ভালভাবেই গ্রহণ করবে। তবে এখানেও কিঞ্চিত ভাগ্য বিড়ম্বনায় আছেন পপি।

আরও পড়ুন

সর্বশেষ