বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদটপশিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর যোগদান; বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ হতে শ্রদ্ধা

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর যোগদান; বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ হতে শ্রদ্ধা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। ২৭ সেপ্টেম্বর ২০২২ দুপুরে জাপানের টোকিও-এর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি অংশগ্রহণ করেন।
অন্ত্যষ্টিক্রিয়ার এ অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ জাপানের অন্যান্য গণ্যমান্য  ব্যক্তিবর্গ। উপস্থিত বিদেশি অতিথিবৃন্দ শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানান। এ অনুষ্ঠানে তাঁর সাথে যোগ দেন সংসদ সদস্য সেলিমা আহমেদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। সবশেষে, অনুষ্ঠানস্থল থেকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র শবদেহকে বিদায় জানানো হয়।
এদিকে সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্য বিনিময় অনুষ্ঠানে যোগদেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাপানের প্রধানমন্ত্রী কিসিদা-র সাথে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশের উন্নয়নে প্রয়াত শিনজো আবে’র অবদানের কথা স্মরন করে তিনি বলেন, শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন এবং তাঁর সময়ে দু’দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারীত্বে (Comprehensive partnership) উন্নীত হয়।
প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে- এর স্ত্রী আকি আবে এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ২০১৪ সালে প্রয়াত শিনজো আবে-এর সাথে তাঁর (আকি আবে) বাংলাদেশ সফরের কথাও স্মরন করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ২০২২ টোকিও পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াসি-র সাথে এক ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রীয়  অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে পররাষ্ট্রমন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২২ সকালে জাপান ত্যাগ করবেন।
আরও পড়ুন

সর্বশেষ