রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ডেঙ্গুর কবলে সাকিব

ডেঙ্গুর কবলে সাকিব

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

গতকাল সোমবার গভীর রাতে অনেক জ্বর বেড়ে যাওয়ায় দ্রুত হোটেল থেকে রাজধানীর অভিজাত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাকিবকে। হাসপাতালে পরিস্থিতির উন্নয়ন না হওয়ায় আজ ম্যাচে খেলতে পারেননি তিনি।

সন্ধায় বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, সাকিবের ডেঙ্গু ধরা পড়েছে। যদিও সাকিবকে এই ডেঙুর ফলে কতোদিন কী মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে বিসিবির কেউ মুখ খুলতে রাজী নন। তবে ডেঙ্গু বলেই সংশ্লিষ্টরা অনুমান করছেন, তার পক্ষে দ্রুত মাঠে ফিরে সিরিজের বাকী দু ম্যাচ আর খেলা সম্ভব হবে না।
জ্বর ছিল তার ক দিন ধরেই। এই জ্বর বেড়ে যাওয়াতেই সোমবার অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তখন অধিনায়ক আশা শুনিয়েছিলেন, ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন সাকিব। কিন্তু রাতেই তাকে হাসপাতালে নিতে হল। আর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বিভব সিং বলেছেন, আরও হাসপাতালে থাকতে হবে সাকিবকে, ‘রক্ত পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, সাকিবের ডেঙ্গু জ্বর হয়েছে। আরও পর্যবেক্ষনের জন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ